রাজশাহী - নওগাঁ মহাসড়কের দেলুয়াবাড়ী নামক স্থানের পশ্চিম প্রান্তে দেলুয়াবাড়ী - তানোর সংযোগ সড়কের দক্ষিন পার্শে অবস্থিত ভারশোঁ ইউনিয়ন পরিষদ । এখানে হিন্দু সম্প্রদাযের ঐতিহ্যবাহী তীর্থস্থান রাম মন্দির এই ইউপির ঠাকুর মান্দা নামক স্থানে অবস্থিত। কালের পরিক্রমায় আজ ভারশোঁ ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
(ক) নামঃ ১নং ভারশোঁ ইউনিয়ন পরিষদ ।
(খ) আয়তনঃ ২০ বর্গ মাইল ।
(গ) লোকসংখ্যাঃ ৪৪০০০ প্রায় ।
(ঘ) গ্রামের সংখ্যাঃ ৩৬ টি ।
(ঙ) মৌজার সংখ্যা ৩৬ টি ।
(চ) হাট বাজারঃ ৩ টি ।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের ব্যবস্থাঃ
মান্দা উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিঃ মিঃ দক্ষিন পশ্চিমে পাকা রাস্তা দিয়ে অটো, ভ্যান, রিক্সা ও বাস যোগে চলাচল করা হয়।
(জ) শিক্ষা প্রতিষ্ঠানঃ
সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬ টি
বে-সরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ৩ টি
উচ্চ বিদ্যালয়ঃ ৪ টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ১ টি
মাদ্রাসাঃ সিনিয়র- ১ টি
দাখিল- ২ টি
এবতেদায়ী- ৫ টি
হাফেজীয়া- ২ টি
(ঝ) গুরুত্ব পূর্ন ধর্মীয় স্থান- ১ টি
(ঞ) ঐতিহাসিক/পর্যটক -নাই
(ট) ভবন স্থাপন কাল ২০০৬/২০০৭
(ঠ) নবগঠিত পরিষদের বিবরনঃ
১. শপথ গ্রহনের তারিখ ১৯-০৭-২০১৬
২. প্রথম সভার তারিখ-২১-০৮-২০১৬
৩. মেয়াদ উর্ত্তীনের তারিখ ২০-০৮-২০২১
(ড) ওয়ার্ড নং সহ, গ্রাম সমুহের নাম ও গ্রামের সংখ্যা
১. ব্রজপুর, ছটিপুর, আলালপুর চেরাগপুর দোডালা -৫
২. দেউল, দূর্গাপুর, খাসমান্দা, কসবামান্দা, গাগড়া-৫
৩. সগুনিয়া, রাজেন্দ্রবাটী, সিমলাদহ, বলাক্ষেত্র, সুরসুনিয়া, হারকিশোর, শ্রীকলা-৭
৪. আইওরপাড়া, চুয়াপুর, কবুলপুর, মশিদপুর-৪
৫. হোসেনপুর, চৌবাড়িয়া, দেবিপুর(মশিদপুর আংশিক)-৩
৬. বাঁকাপুর, খাগড়া, ভেড়িদূর্গাপুর, চাকদহ-৪
৭. পাকুড়িয়া, বিলউৎরাইল-২
৮. কালিসফা, মহানগর, মহাম্মদপুর-৩
৯. ভারশোঁ, বালীচ-২
নির্বাচিত পরিষদের চেয়ারম্যান- ১ জন
নির্বাচিত পরিষদের সদস্য- ১২ জন
ইউনিয়ন পরিষদের সচিব- ১ জন
অফিস সহকারী কাম-কম্পিউটর অপারেট-১ জন
ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা- ২ জন
ইউনিয়ন পরিষদের বিকল্প উদ্যোক্তা- ২ জন
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ- ১০ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস