রাজশাহী - নওগাঁ মহাসড়কের দেলুয়াবাড়ী নামক স্থানের পশ্চিম প্রান্তে দেলুয়াবাড়ী - তানোর সংযোগ সড়কের দক্ষিন পার্শে অবস্থিত ভারশোঁ ইউনিয়ন পরিষদ । এখানে হিন্দু সম্প্রদাযের ঐতিহ্যবাঞী তীর্থস্থান রামমন্দির এইইউপির ঠাকুর মান্দা নামক স্থানে অবস্থিত।কালের পরিক্রমায় আজ ভারশোঁ ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
(ক) নামঃ ১নং ভারশোঁ ইউনিয়ন পরিষদ ।
(খ) আয়তনঃ ২০ বর্গ মাইল ।
(গ) লোকসংখ্যাঃ ৪৪০০০ প্রায় ।
(ঘ) গ্রামের সংখ্যাঃ ৩৬ টি ।
(ঙ) মৌজার সংখ্যা ৩৬ টি ।
(চ) হাট বাজারঃ ৩ টি ।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের ব্যবস্থাঃ
মান্দা উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিঃ মিঃ দক্ষিন পশ্চিমে পাকা রাস্তা দিয়ে অটো, ভ্যান, রিক্সা ও বাস যোগে চলাচল করা হয়।
(জ) শিক্ষা প্রতিষ্ঠানঃ
সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬ টি
বে-সরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ৩টি
উচ্চ বিদ্যালয়ঃ ৪টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ১টি
মাদ্রাসাঃ সিনিয়র-১টি
দাখিল-২টি
এবতেদায়ী-৫টি
হাফেজীয়া-২টি
(ঝ) গুরুত্ব পূর্ন ধর্মীয় স্থান-১টি
(ঞ) ঐতিহাসিক/পর্যটক -নাই
(ট) ভবন স্থাপন কাল ২০০৬/২০০৭
(ঠ) নবগঠিত পরিষদের বিবরনঃ
১.শপথগ্রহনেরতারিখ ১৬-০৬-২০১১
২.প্রথম সভার তারিখ-১২-০৭-২০১১
৩.মেয়াদ উর্ত্তীনের তারিখ ২৭-০৭-২০১৬
(ড) ওয়ার্ড নং সহ, গ্রাম সমুহের নাম ও গ্রামের সংখ্যা
১. ব্রজপুর, ছটিপুর, আরালপুর চেরাগপুর দোডালা -৫
২. দেউল, দূর্গাপুর, খাসমান্দা, কসবামান্দা, গাগড়া-৫
৩. সগুনিয়া, রাজেন্দ্রবাটী, সিমলাদহ, বলাক্ষেত্র, সুরসুনিয়া, হারকিশোর, শ্রীকলা-৭
৪. আইয়রপাড়া, চুয়াপুর, কবুলপুর, মশিদপুর-৪
৫. হোসেনপুর, চৌবাড়িয়া, দেবিপুর(মশিদপুর আংশিক)-৩
৬. বাঁকাপুর, খাগড়া, ভেড়িদূর্গাপুর, চাকদহ-৪
৭. পাকুড়িয়া, বিলউৎরাইল-২
৮. কালিসফা, মহানগর, মহম্মদপুর-৩
৯. ভারশোঁ, বালীচ-২
নির্বাচিত পরিষদ সদস্য-১২ জন
ইউনিয়ন পরিষদ সচিব-১ জন
ইউনিয়ন গ্রাম পুলিশ-১০ জন
নির্বাচিত পরিষদের চেয়ারম্যান-১ জন,
নির্বাচিত পরিষদের সদস্য-১২ জন,
নির্বাচিত পরিষদের সচিব-১ জন,
নির্বাচিত পরিষদের উদ্যোক্তা-২ জন,
নির্বাচিত পরিষদের গ্রাম পুলিশ-১০ জন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS