কিভাবে যাওয়া যায়ঃ
নওগাঁ, রাজশাহী রোডে মান্দা ব্রিজ থেকে হাজী গোবিন্দপুর মোড় থেকে সোজা পশ্চিমদিকে ঠাকুর মান্দা বিল পার হয়ে কাঁচা রাস্তার সাথে অবস্তিত। তবে বর্ষামৌসুমে প্রায় ১ কিলো মিটরি রাস্তা পানির কারনে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তথ্যসুত্রে জানা যায় যে, নাটোরের ছোট রাজা নামীয় রাজ তন্ত্রের সময়ে এইমন্দিরটি এবং বগুড়া জেলার মা ভবানী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। এ মন্দিরেরবর্তমান সেক্রেটারী জনাব সত্যেনন্দ্র নাথ এর কাছ থেকে জানাযায় যে এটি একটিজাগ্রত মন্দির, প্রচলিত রয়েছে যে এই মন্দিরে মানত করে অনেক লোকেরআশা-আকাঙ্খা পূর্ন হয় এবং অতিতে অনেক অন্ধ জনেরও চোখ ভালো হয়েছে। বর্তমানেমাহা নবমী (বাসন্তী) পূজার সময় সেখানে লক্ষদি লোকের সমাগম হয়। জাগ্রতমন্দিরের কারনে এই মন্দিরটির নাম শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির নামে অভিহিতআছে।
অবস্থানঃ
ভারশোঁ ইউনিয়নে মান্দা উপজেলার নওগাঁ জেলাতে অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS